খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ডা. কবির মো. আশরাফ আলী সংগঠনের প্যাডে গত ৯ জানুয়ারি স্বাক্ষরিত ৩ (তিন) মাস মেয়াদী গাইবান্ধা ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করেন।
কমিটির কর্মকর্তারা হচ্ছেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ (পদাধিকার বলে) চেয়ারম্যান, ডা. মো. ফেরদৌস হোসেন ভাইস-চেয়ারম্যান, অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক সেক্রেটারী, সদস্য মাহামুদুন্নবী টিটুল, শহীদুজ্জামান শহীদ, রাগিব হাসান চৌধুরী, মো. শাহেদ হোসেন, মো. ফয়সাল কবির, ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, মোছা. রেবেকা সুলতানা ও মো. কাফি ইসলাম লিমন।