খবরবাড়ি ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট এলাকায় সাঁওতাল পল্লীতে জমি-জমা নিয়ে বিরোধের জেরে সম্প্রতি এক আদিবাসীর বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ী পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি ওই পরিবারের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহাম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহাম্মেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক জোবায়েরুল হক, আহবায়ক রফিকুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির দপ্তর (চলতি দায়িত্ব) সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা যুবদল সভাপতি তৌহিদুল ইসলাম জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ শাহা আলম, কোচাশহর ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মান্নান মহালদার, যুগ্ম সম্পাদক হান্নানসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।