খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ডাকেরপাড়ায় পরিবারের অসাবধানতায় পুকুরের পানিতে ডুবে ১৭ মাস বয়সি অবুঝ শিশু মাহাফুজ মিয়ার করুণ মৃত্যু ঘটেছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে হৃদয়বিদারক এ মৃত্যুর ঘটনা ঘটেছে।শিশু মাহফুজ মিয়া ওই গ্রামের মাজেদ মিয়ার ছেলে বলে জানা গেছে। খেলতে-খেলতে বাড়ির সবার লোকচক্ষুর আড়ালে পুকুরের পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায় পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর অকাল মৃত্যুতে অত্রালাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।