খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক নকল নবিশ পরিচিত মুখ আব্দুল সরকার (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
রোববার (৫ জানুয়ারি) সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের বেড়া মালঞ্চ গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবদ্দশায় বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি পলাশবাড়ী প্রেস কাবের সহ-সভাপতি সাংবাদিক আশরাফুজ্জামান সরকারের শ্বশুর।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় নিজ বাড়ি চত্বর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, জামাতা, নাতি-নাতনি, পরিবারের অন্যান্য সদস্য, সহকর্মী, পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়েছেন।