গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার,কিশোরগাড়ী গোপালপুর ও মহদীপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার তিনটি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
৪ জানুয়ারী শনিবার দুপুরে পলাশবাড়ী উপজেলার সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-ইয়াসা রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উল্লেখ্য গত কয়েকদিন যাবত পলাশবাড়ী উপজেলার অবৈধ ইট ভাটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রচার ও প্রকাশিত হলে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন।