
“আর্থিক সক্ষমতা সুদৃঢ় করণে-ক্রেডিট ইউনিয়ন’ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে সদরের গ্রীণফিন্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের হলরুমে সংগঠনের চেয়ারম্যান নবীউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার খান মোহাম্মদ মোস্তাক নাসির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল মিত্র, পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ভাইস-চেয়ারম্যান পলাশ কবিব, সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র, ট্রেজারার আরশাদ আলী, ডিরেক্টর মনসুর আলী ও ডিরেক্টর শাহনাজ বেগম প্রমুখ। বার্ষিক সাধারণ সভার শুরুতেই বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর সেক্রেটারী নিখিল চন্দ্র সরকার। শেষে সমিতির সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।