বাংলাদেশ জাতীয় সংসদের ৩১ গাইবান্ধা ৩ (পলাশবাড়ী সাদুল্লাপুর) আসনের নব নির্বাচিত আওয়ামীলীগের প্রার্থী ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি আজ ১০ জানুয়ারী বুধবার জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহন করেছেন। তার শপথ গ্রহনের খবরে নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণ মানুষের মাঝে বইছে আনন্দের উৎসব। এ আনন্দে উৎসুক দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণ মানুষ এলাকার উন্নয়নের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপিকে মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে চায়।
দলীয় নেতাকর্মীরা ও জনসাধারণ দাবী করেন, গাইবান্ধা ৩ আসনের নির্বাচনী এলাকার পলাশবাড়ী এবং সাদুল্লাপুর উপজেলার জনপথ ও জনগোষ্ঠী উন্নয়ন বঞ্চিত একটি অঞ্চল। এই অঞ্চলের জনপথ ও জনগোষ্ঠীর কৃষি দক্ষতা ও শ্রমশক্তিকে কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়ন করা জন্য নবনির্বাচিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি কে মন্ত্রী পরিষদের দেখতে বঙ্গবন্ধুকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় সম্মতি ও প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন। তারা আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা জান মালের পরোয়া না করে সকল ভয়ভীতি উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় ভোট দিয়েছি,আমরা পিছিয়ে থাকতে চাই না। চলমান উন্নয়নের মহাসড়কের সংযুক্ত হতে চাই পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার সর্বস্তরের মানুষ।
উল্লেখ্য, ১২ টি জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ৩ আসনের নির্বাচনী এলাকায় ক্ষমতাসীনদলের তৃতীয়বারের মতো নির্বাচিত আওয়ামীলীগের নবনির্বাচিত প্রার্থী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি’র মাধ্যমে এলাকার জনপথ ও জনগোষ্ঠীর কাংখিত উন্নয়ন চায় দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণ জনগণ।