
গাইবান্ধা প্রতিনিধিঃ
জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যাগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি সহকারী পরিচালক নেসারুল হক।
পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ইব্রাহীম হোসেন, গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ আব্দুর রহিম, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক আল আজম সরদার প্রমুখ। শেষে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।