
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ফরহাদ মজহার জবানবন্দিতে বলেছেন, দেশকে অচল করতে চায় এমন কোনো ব্যক্তি বা সংগঠন তাকে অপহরণ করেছিলো। দেশ অচল করতে চায় বিএনপি। সরকারের খতিয়ে দেখা উচিৎ এ কাজে বিএনপি জড়িত কিনা।
বৃহষ্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানীর আয়োজনে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে বর্তমান সরকারের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ সব মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘ফরহাদ মজহার নিখোঁজ হবার সঙ্গে সঙ্গে বিএনপি নেতাকর্মীরা যেভাবে সংবাদ সম্মেলন করে সরকারকে দোষারোপ করেছিলেন। ১৮ ঘণ্টার মধ্যে তাকে খুঁজে পাওয়ায় যেন হতাশ হয়েছেন তারা। কেননা ফরহাদ মজহারকে নিয়ে নোংরা রাজনীতি করার সুযোগ পায়নি বিএনপি।
বিএনপি জঙ্গিবাদের সঙ্গে জড়িত এমন মন্তব্য করে তিনি বলেন, ‘২০ দলীয় জোটেই জঙ্গি সদস্য রয়েছে। যাদের শ্লোগান ছিলো ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’। জঙ্গিবাদ নির্মূলে যখন পুলিশ সদস্য নিহত হয় তখন বিএনপি কোনো প্রতিবাদ করে না। তারা প্রতিবাদ করে মৃত জঙ্গিদের পক্ষে। এ থেকে প্রমাণিত হয় বাংলাদেশের জঙ্গিবাদের মূল পৃষ্ঠপোষক বিএনপি’।
ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বঙ্গদ্বীপ এম এ ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গণতান্ত্রিক আওয়ামী লীগের সভাপতি নেতা এম এ জলীল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী এম সাজাহার হোসেন, অ্যাডভোকেট নুরুল আমিন, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।সূত্র- আরটিএনএন