সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা দশম দফা অবরোধের সমর্থনে
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা বিএনপি, পৌর বিএনপি,উপজেলা যুবদলের উদ্যোগে আজ ৬ ডিসেম্বার রোজ বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার বুড়ির বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন দলটির নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিলটি রংপুর-ঢাকা মহাসড়কের জুনদহ এলাকা প্রদক্ষিণ করে এ-সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।