
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে স্থানীয় হোপ এন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ অনুষ্ঠিত চত্ত্বরে বর্ধিত সভা সভা উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, আওয়ামী লীগ সদস্য পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো, তৌহিদুল ইসলাম মন্ডল, সহ-সভাপতি ছাইফুল্লার রহমান তোতা চৌধুরী ও সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সমর্থকরা উপস্থিত ছিলেন।