৩৯তম মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে বাজিমাত করেছে ‘ডুব’ সিনেমাটি। জিতে নিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকসের তরফ থেকে সম্মানীয় কোম্মারসান্ট অ্যাওয়ার্ড।
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও সম্প্রতি সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেল রাশিয়ার সাংহাইয়ে।
এ সময় চিত্র সমালোচক থেকে দর্শক সবারই বাহবা কুড়ায় ‘ডুব’।
ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি ‘ডুব’ সিনেমাটির নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। ছবিতে বলিউডের ইরফান খান ছাড়াও অভিনয় করেছেন পার্নো মিত্র, রোকেয়া প্রাচী এবং তিশা।
ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। সহ-প্রযোজক হিসেবে আছেন ইরফান খান নিজেই।
উল্লেখ্য, হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে ‘ডুব’ সিনেমা তৈরি হয়েছে, এমন অভিযোগে সিনেমার নির্মাতা পক্ষ ও লেখক পত্নী মেহের আফরোজ শাওনের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়।