
অপু বিশ্বাস অভিনয় করছেন অনন্ত জলিলের “দ্য স্পাই” ছবিতে। এমন খবর প্রকাশিত হয়েছে কয়েকটি সংবাদমাধ্যমে। তবে এমন খবরে বিস্ময় প্রকাশ করেছেন “কোটি টাকার কাবিন”-খ্যাত এই অভিনেত্রী।
অপু বিশ্বাস জানান‘দ্য স্পাই’ সিনেমায় অভিনয় বিষয়ে তার সঙ্গে কারো প্রাথমিক আলাপও হয়নি।
তিনি বলেন, “কিছু দিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে অনন্ত জলিল এবং বর্ষার সঙ্গে দেখা হয়। বিভিন্ন বিষয়ে কথা বলার সময় তাঁরা আমার কাছে জানতে চান আমি ‘দ্য স্পাই’-এ অভিনয় করবো কিনা। তখন আমি বলি, আমার ‘রাজনীতি’ ছবিটি নিয়ে দর্শকদের কী মতামত তারপর সবকিছু বলতে পারবো।”
তার সঙ্গে কথা না বলেই এমন সংবাদ প্রকাশিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।