
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রংপুর আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে গাইবান্ধার পলাশবাড়ীতে ব্রি-৮৭ ধান কর্তনের মাঠ দিবস পালন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের মুরারীপুর গ্রামের সাবেক উপ-সহকারি কৃষি কর্মকর্তা বেলাল হোসেনের উঠানে ব্রি-৮৭ কর্তন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেতকাপা ইউপির সাবেক সদস্য আব্দুল লতিফ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের ধান গবেষণা কেন্দ্রের সিনিয়র সাইন্ট্রিফিক অফিসার ড. সেলিমা জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুরের ধান গবেষণা কেন্দ্রের সাইন্ট্রিফিক আনোয়ারা আক্তার ও সোলায়মান হোসেন। অন্যান্যদের মধ্যে সাবেক উপ-সহকারি কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, কৃষক আবু তাহের ও মোকছেদ মন্ডল প্রমুখ।
সাবেক উপ-সহকারি কৃষি কর্মকর্তা বেলাল হোসেন (এলপিআর)-এ থাকা অবস্থায় নিজ গ্রাম মুরালীপুরে কৃষকদের উদ্ভুদ্ধ করণের মাধ্যমে কৃষি ক্ষেত্রে উন্নত জাতের ধান ব্রি-৮৭ চাষ করান। চলতি মৌসুমে এবছর ২০ একর জমিতে ব্রি-৮৭ সহ অন্যান্য জাতের ধান চাষ করা হয়। অত্রালাকায় দুই ফসলি জমি গুলোতে তিন ফসলি জমিতে পরিণত করার লক্ষ্যে এলাকায় কৃষকদের মাঝে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবার ব্রি-৮৭ ধানের ফলন দেখে কৃষকরা আগামীতে এ উন্নত জাতের ধান চাষ করতে আগ্রহী হয়ে উঠছেন।