
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র এবং সামাজিক বন বিভাগের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচির আওতায় বন বিভাগ কার্যালয় চত্বরে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান, সামাজিক বনায়ন কর্মসূচি জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম মন্ডল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মো. কামাল হোসেন, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট ৫ হাজার বিভিন্ন জাতের চারা বিতরণ করেন।