সরকারি কাজে বাঁধাদান এবং পলাশবাড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট থেকে তদন্তকালিন গুরুত্বপূর্ণ কাগজপত্র সন্ত্রাসী কায়দায় ছিনতাইয়ের প্রতিবাদে বুধবার ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গাইবান্ধার পলাশবাড়ি চৌমাথা মোড়ে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালিত হয়। পলাশবাড়ি উপজেলার বিক্ষুব্ধ শিক্ষক সমাজ আয়োজিত এই মানববন্ধন কর্মসূচীতে গোটা উপজেলার সর্বস্তরের শিক্ষকরা অংশগ্রহণ করে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা ঘটনার জন্য দায়ী সাংবাদিক নামধারী সন্ত্রাসী সিরাজুল ইসলাম রতনকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১৯ জুন উপজেলার বরিশাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে তদন্ত চলাকালে সাংবাদিক পরিচয় দিয়ে সিরাজুল ইসলাম রতন অফিসে ঢোকে এবং সে একটি পক্ষ নিয়ে তদন্তে ও সরকারি কাজে বাধা প্রদান এবং শিক্ষা অফিসারকে হুমকি দিয়ে বিবাদী পক্ষের লিখিত জবানবন্দিসহ সকল কাগজপত্র সন্ত্রাসী কায়দায় ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলে এবং দ্রুত পালিয়ে যায়। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান বাদি হয়ে উক্ত সিরাজুল ইসলাম রতনকে আসামি করে গত ২০ জুন পলাশবাড়ি থানায় (নং- ২৫) মামলা দায়ের করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, অধ্যক্ষ মমিনুল ইসলাম প্রধান, প্রধান শিক্ষক একেএম আব্দুল বারী, অধ্যক্ষ একেএম আব্দুর নুর, প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, রফিকুল ইসলাম, শিক্ষক জিয়াউল কবির জুম্মন, বিকাশ মিত্র নির্মল, আতাউর রহমান মন্ডল মন্টু, শহিদুল্যাহ কাউসার লাভলু, মাওঃ সাইদুর রহমান, আব্দুস সালাম, মাওঃ আব্দুল গফুর ও ফরহাদ আলী মন্ডল প্রমুখ।