
বিএনপি-জামায়াতের চলমান দ্বিতীয় দফায় অবরোধের দ্বিতীয় দিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সদস্য ও পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর নেতৃত্বে অবরোধ বিরোধী মোটরসাইকেল শোডাউনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) বিকেলে রংপুর-বগুড়া মহাসড়কের পলাশবাড়ী পৌরশহর এলাকায় বিভিন্ন শ্লোগানে অবরোধ বিরোধী মোটরসাইকেল শোডাউনে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সমর্থকরা মোটর সাইকেল শোডাউনে অংশ নেয়।
শেষে এক পথসভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ বলেন, বিএনপি-জামায়াতের কোন সন্ত্রাসী কর্মকান্ড পলাশবাড়ীর মাটিতে করতে দেয়া হবে না। তারা যেখানেই এসব কর্মকান্ড করার চেষ্টা করবে সেখানেই সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।
তিনি আরো বলেন, মানুষ এখন দেশের উন্নয়ন চায়। সে কারণে তারা আবারো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে পুনরায় নির্বাচিত করবে।