
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলা হোড কোয়ার্টার থেকে থানসিংহপুর কাচারী রোডে আজ সোমবার আলাই নদীর উপর ৫৪ মিটার পিসি গার্ডার ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়। ব্রীজটির ভিত্তি প্রস্তর করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এলজিইডির তত্ত্বাবধানে ব্রীজটি নির্মাণে ব্যয় বরাদ্দ দেয়া হয়েছে ৬ কোটি ১৫ লাখ টাকা।
এ উপলক্ষে লোহাচরা এলাকায় এক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান, উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক মৃদুল মোস্তাাফিজ ঝন্টু, বোয়ালী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু, বোয়ালী ইউনিয়ন আ’লীগ সভাপতি মিলন কুমার দেবসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
ব্রীজটির ভিত্তি প্রস্তরকালে হুইপ গিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছেন। গাইবান্ধাও তা থেকে পিছিয়ে নেই। গাইবান্ধার বিভিন্ন এলাকায় নতুন নতুন সড়ক, ব্রীজ কালভার্ট এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে আলাই নদীর উপর ব্রীজ নির্মাণ করা হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও রাজনীতি করে। তারা হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে মানুষকে আগুনে পুড়িয়ে মারে। তাই আগামীতে যাতে এই অপশক্তি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে না পারে সেজন্য সকলকে সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে।