
“সমবায়ে গড়ছি দেশ-স্মার্ট হবে বাংলাদেশ” এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার (৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার খান মোহাম্মদ মোস্তাক নাসির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম ও সমবায়ী শাহ্ আলম সরকার প্রমুখ। এসময় উপজেলার সমবায় সমিতির সদস্যবৃন্দ ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের সহকারি ইন্সট্রাক্টর মো. সোহেল মিয়া। শেষে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সমবায়ী উম্মে হানি’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন।