
দেশব্যাপী বিএনপি-জামায়াত কর্তৃক হত্যা-অগ্নিসংযোগ, বোমা হামলা, নাশকতা ও হরতালে শ্রমিক হত্যা-নির্যাতন, যানবাহন ভাংচুর এবং সন্ত্রাসের প্রতিবাদে গাইবান্ধা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-৪৯৪) উদ্যোগে পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র আব্দুস সোবহান বিচ্চু এবং সাধারণ সম্পাদক পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে এক সমাবেশে মিলিত। সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান বিচ্চু এবং সাধারণ সম্পাদক গালাম সরোয়ার প্রধান বিপ্লবসহ অন্যান্যরা। এসময় শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে দেশে অরাজকতা সৃষ্টি করাসহ পরিবহনে অগ্নিসংযোগ করে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যার চেষ্টা এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে পরিবহন জ্বালাও পোড়াও-এর মাধ্যমে একের পর এক দেশের সম্পদ বিনষ্ট করেই চলছে। আমরা এই হরতাল-অবরোধ মানিনা মানবো না! জামায়াত বিএনপি’র সন্ত্রাস এবং নাশকতাকারীরা যদি এরপর থেকে আরেকটি গাড়িতেও অগ্নিসংযোগের মাধ্যমে মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করে শ্রমিকরা আমরা তা কঠোর হস্তে দমন করবো। সেই সাথে হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত কর্তৃক পরিবহনের সাথে আরেকটি শ্রমিকেরও যদি কিঞ্চিৎ পরিমাণ ক্ষতির সম্মুখীন হয় সে ক্ষেত্রে সারাদেশের শ্রমিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সন্ত্রাসীদের দমন করা হবে।