
গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা পুলিশ (ট্রাফিক বিভাগ) এর আয়োজনে মোটরসাইকেল চালকদের সুরক্ষায় হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের সতর্ক করতে সচেতন কার্যক্রম চালায়, আজ ১ নভেম্বর রোজ বুধবার থানার সম্মুখে ঢাকা রংপুর মহাসড়কে হেলমেট বিহীন ও তিনজন আরহী সহ চালকদের আটকিয়ে সরক দুর্ঘটনায় নিজের জীবন রক্ষা ও নিরাপত্তায় হেলমেটের গুরুত্ব ও দুজনের অতিরিক্ত আরহী বাইকে না উঠানোর পরামর্শ দেন ট্রাফিক সার্জেন নুরে শেফা। এ সময় মোটর সাইকেল চালকরা ট্রাফিকের এমন সচেতনতা মূলক কাজের প্রসংশা করেন এবং নিজেরাও এখন থেকে ট্রাফিক আইন মেনে চলে নিজের ও পরিবারকে সুরক্ষিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।