খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী সদরের রংপুর-বগুড়া মহাসড়কের প্রশিকা অফিসের সামনে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। বুধবার দুপুরে শাহজাদপুর হতে রংপুরগামী মিম-ঐশি পরিবহন ঢাকা (মেট্রো ব-১৪-৭৭০৭) ও রংপুর হতে ঢাকাগামী বাবলু পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৩৯০৪) মুখোমুখি সংঘর্ষে চালকরাসহ ১০ জন যাত্রী আহত হয়েছে। সড়ক দূর্ঘটনায় কেউ নিহত হয়নি বলে জানান ট্রাফিক সার্জেন্ট আযম খান। এসময় বাবলু পরিবহন যাত্রীবাহী বাসটি রাস্তার পার্শ্বে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় ৩ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।
পরে বাস দু’টি রাস্তার পার্শ্বে খাদে পড়ে যায় বাস দু’টি রাস্তার পাশে স্থানীয়রা চেইন পুলি দিয়ে উদ্ধার করেন। দূর্ঘটনার সাথে পলাশবাড়ী থানা পুলিশ বাস দু’টি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।