আরিফ সরকার সাগর, স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ্,
পানিবন্দী গরিব-দুঃখী অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ
আজ রবিবার (১লা অক্টোবর ২০২৩খ্রি.) ‘সর্বদা অসহায় মানুষের পাশে স্লোগান’কে সামনে নিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর, নলডাঙ্গা ও তেকানী গ্রামের শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার চিড়া, মুড়ি ও চিনি তামিম মিডিয়ার উদ্যোগে বিতরণ করা হয়েছে । এসময় উপস্থিত ছিলেন, তামিম মিডিয়া পরিচালক তরিকুল ইসলাম তামিম, সুমন মাহামুদ, মোস্তফা মন্ডল, মামুন মিয়া, জাকারিয়া রহমান দুলাল, আহসান হাবীব, সাংবাদিক আল-কাদরি কিবরিয়া সবুজ , সাংবাদিক আরিফ সরকার সাগর প্রমূখ।
উল্লেখ্য, উজান থেকে নেমে আশা ঢল ও সম্প্রতি বৃষ্টিতে করতোয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে করতোয়া নদী বেষ্টিত কিশোরগাড়ী ইউনিয়নের বেশকিছু গ্রাম বন্যাকবলিত হয়ে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিরা বন্যার্তদের খোঁজখবর না নিলেও তামিম মিডিয়া তাদের উদ্যোগে এ শুকনো খাবার বিতরণ করে।