এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদী হতে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার উত্তর চর বেলকা গোয়ালপুল এলাকা হতে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা ওই এলাকায় যুবকের লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিয়ে পুলিশ বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহকে সাথে নিয়ে নৌকা যোগে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মামলার তদন্তকারি কর্মকর্তা- এসআই আব্দুল জলিল জানান- ধারণা করা হচ্ছে ৪ হতে ৫ দিন আগে ওই অজ্ঞাতনামা যুবককে হত্যা করে কে বা কাহারা নদীতে ফেলে দেয়। যুবকটি বয়স আনুমানিক ৩০ বছর। পরনে জিন্সের প্যান্ট ও গায়ে গেঞ্জি ছিল। লাশটি তিস্তার উজান থেকে ভেসে এসেছে। এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে। মঙ্গলবার লাশের ময়না তদন্ত শেষে আঞ্জুমান মফিজুল ইসলামের নিকট হস্তান্ত করা হয়েছে। থানার ওসি আতিয়ার রহমান জানান-লাশটি অদ্ধ গলিত। তাকে চেনার কোন উপায় নেই।