গাজীপুরের কাশিমপুর এলাকায় পোশাক কারখানা মাল্টি ফ্যাবস লিমিটেডের বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক শ্রমিক আগুনে দগ্ধ হয়েছেন।
বিস্ফোরণে নিহত সাতজনের পরিচয় পাওয়া গেছে এবং মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতরা হলেন- বগুড়ার সোনাতলার নামাতখালী গ্রামের মাহবুবুর রহমান (২৩), চট্টগ্রামের মিরসরাইয়ের আবদুস সালাম (৫৫), চাঁদপুর সদরের মদনার গিয়াস উদ্দিন (৩৬), মাগুরার হারিসপুরের আল আমিন (৩০), রাজবাড়ীর গোয়ালন্দের বিপ্লব চন্দ্র শীল (৩৮) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মজিবুর রহমান (৩৭) ও চট্টগ্রামের মনসুরুল হক।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় বয়লার বিস্ফোরণ হওয়ার পর কারখানার চার তলা ভবনের দোতলা পর্যন্ত একপাশের অংশ ধসে পড়ে।
সকাল পর্যন্ত ঘটনাস্থল থেকে ৬টি লাশ উদ্ধারের কথা তিনি স্বীকার করেন। আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদর দপ্তর, জয়দেবপুর, সাভারে ইপিজেড, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে বলে তিনি জানান।
এদিকে ঘটনার পরপর গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দিবেন।
নিহতদের প্রতি পরিবারকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা করে প্রদান ও শ্রম মন্ত্রণালয় থেকে আহতদের চিকিৎসার খরচ দেয়া হবে বলেও ঘোষণা দেন।
অন্যদিকে ফায়ার ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানান, ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাত কর্মদিবসে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।সূত্র- আরটিএনএন