
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
কবি-কথা সাহিত্যিক টিএম মনোয়ার হোসেন-এর কথায় ১০টি মৌলিক গান নিয়ে প্রথম অ্যালবাম ‘খুঁজি আমি আজও তারে’ রেকর্ডিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী ঠাকুরগাঁও সদরের ডিজিটাল দেওয়ান মিউজিক স্টুডিও-তে গীতিকার টিএম মনোয়ার হোসেন-এর ১০টি মৌলিক গান নিয়ে শিল্পী ধীরেন্দ্রনাথ রায়ের সুর ও কন্ঠে এবং নূরুল ইসলাম দেওয়ানের প্রযোজনায় অ্যালবামটির কাজ সম্পন্ন হয়। গান রেকর্ডিং-এ যন্ত্রীদের মধ্যে তবলায় কল্প রায়, দোতারায় কেশব রায়, কিবোর্ডে নীরেন রায়, প্যাডে সুনীশ এবং হারমোনিয়ামে শিল্পী নিজেই সহযোগিতা করেন।
কবি-কথা সাহিত্যিক টিএম মনোয়ার হোসেন পলাশবাড়ী সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের তরণীপাড়া গ্রামের মরহুম বদিউজ্জামান ও মাতা মরহুমা মনোয়ারা বেগম দম্পতির সন্তান কবি টিএম মনোয়ার হোসেন। তিনি পঞ্চগড় জেলা প্রশাসন পরিচালিত ‘কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন’ এ মাধ্যমিক শাখায় বিজ্ঞান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি ১৩টি একক গ্রন্থ এবং শিশু শিক্ষার্থীদের জন্য ২০টি মজার ছড়ার বই লিখেছেন। লেখার পাশাপাশি তিনি শিক্ষকতা, সাহিত্য চর্চার সাথে গানও লিখছেন। আধুনিক, পল্লীগীতি, ভাওয়াইয়া, বিচ্ছেদ, বাউল ও দেশের গান মিলে প্রায় ২৫০টিরও বেশি গান রচনা করেছেন। এছাড়াও তিনি দরিদ্র অসহায় মেধাবী শিক্ষার্থী এবং প্রতিবন্ধীসহ অন্যান্যদের আর্থিক সহযোগিতা করে আসছেন।