গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন এবং গৃহ মির্নাণের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুযোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন এবং চেক বিতরণ করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সাংসদ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা ও বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলার ১০০ পরিবারের মাঝে ঢেউটিন এবং গৃহ নির্মাণের চেক বিতরণ হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।