
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দো’আ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের এমপি কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আ’লীগ সদস্য আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ। এসময় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফিরাতসহ শেষে দেশের সুখ-সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনায় বিশেষ দো’আ ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাও. মোস্তাফিজুর রহমান রাজা।