
তৃণমূল পর্যায়ে নিরাপদ অভিবাসন ও সচেতনতামূলক উপলক্ষে গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
বুধবার (২৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার গিদারী ইউনিয়নের দীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিফের সহকারি পরিচালক মো. নেশারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম, গিদারি ইউনিয়নের চেয়ারম্যান হারুনর রশিদ ইদু, গণ উন্নয়ন কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী আফতাব হোসেন ও প্রোগ্রাম ম্যানেজার ইরফান আহমেদ প্রমুখ। সেমিনারে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।