
একুশে আগষ্ট ভয়াল গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ ও দো’আ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগস্ট) সকাল ৯টায় পৌরশহরের ঘোড়াঘাট সড়কে উপজেলা আওয়ামী লীগ অস্থায়ী কার্যালয়ে জাতীয়, দলীয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এদিন বিকেলে চৌমাথার ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, জেলা আ’লীগ সদস্য পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আ’লীগ সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) ছাইফুলার রহমান তোতা চৌধুরী, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা আ’লীগ সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুস সোবহান, উপজেলা কৃষকলীগ সভাপতি মহাব্বতজান চৌধুরী, বরিশাল ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক প্রভাষক শামীম মিয়া, উপজলা যুবলীগ নেতা আবু মুসা প্রধান সুমন, আব্দুর রাজ্জাক, শাহজাহান মিয়া, শ্রমিকলীগ নেতা আবুল কালাম আজাদ সাবু. স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক শাহ্ জালাল মন্ডল, মৎস্যজীবিলীগ সভাপতি মনিরুজ্জামান রাসেল প্রমুখ। এসময় উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটির সঞ্চালনায় ছিলেন উপজেলা আ’লীগ নেতা গোলাম মোস্তফা। গ্রেনেড হামলায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।