
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের জায়গীরভিটায় আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়ম, দুর্নীতি স্বজনপ্রীতির প্রতিবাদ প্রকৃত ভূমিহীনদের মাঝে বিতরণের দাবিতে গতকাল বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘর বঞ্চিত ভূমিহীন পরিবার ও বিক্ষুব্ধ এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা স¤পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন, আমিনুল ইসলাম পিপুল, ছাত্রনেতা ওয়ারেছ সরকার, ঘর বঞ্চিত ভূমিহীনদের মধ্যে জরিনা বেওয়া, ছলিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, আশ্রায়ন প্রকল্পের ঘর ভূমিহীনদের দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে সামর্থ্যবান ব্যক্তিদেরকে। তারা তদন্ত করে প্রকৃত ভূমিহীনদের মাঝে ঘর বিতরণের দাবি জানান এবং অনিয়মের সাথে জড়িতদের বিচার দাবি করেন।