গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল (৬৫) গতকাল মঙ্গলবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি…..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। প্রায় তিন বছর ধরে তিনি নানা ধরণের জটিল রোগে ভুগছিলেন। বাদ জোহর পাঁচজুম্মা মসজিদ চত্বরে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়।