বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা দু’বছর মেয়াদে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার ১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার সিগমা হুদা এবং সংস্থা মহাসচিব অধ্যাপক ডা. মোজাহেরুল হকের নির্দেশক্রমে কমিটি অনুমোদন দেয়া হয়। সংস্থা’র ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. সিরাজুল ইসলামের স্বাক্ষরিত কমিটিতে সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম মন্ডল ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাজাদুর রহমান সাজু। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সমাজসেবক ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, সহ-সভাপতি সাংবাদিক জিল্লুর রহমান সরকার, যুগ্ম সম্পাদক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার, প্রদর্শক আনোয়ারুল হক আকন্দ, দপ্তর সম্পাদক কৃষি শিক্ষক মুক্তার সরকার, কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী শ্রী নির্মল মহন্ত ভুটু, কার্যনির্বাহী কমিটি সম্মানিত সদস্য সহকারী অধ্যাপক ডাক্তার মো. সাহারুল আলম মন্ডল, অধ্যাপক কাজী রায়হান কবির লিপন, অ্যাডভোকেট পারভীন সুলতানা, সমাজসেবক ইউপি সদস্য ফিরোজ কবির প্রধান, পল্লী চিকিৎসক মিজানুর রহমান, মানবাধিকারকর্মী শহিদুল ইসলাম খোকন ও গৃহিনী মিসেস নাদিরা পারভীন প্রমুখ।