
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভুমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে চতুর্থ পর্যায়ের (২য় ধাপে) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১৮০টি পরিবারকে জমি ও ঘরের কবুলিয়ত, নামজারীর কাগজ সহ জমি ও গৃহ হস্তান্তর করা হয়। সেইসাথে এ উপজেলায় মোট ৫৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরসহ পলাশবাড়ী উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ টাউন হলে উপকারভোগীদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে সরাসরি সম্প্রচারে প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান রিহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক মো. ফজলুল কবীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সহকারি কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান রিপন প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।