
গাইবান্ধার পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকালে প্রথমেই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
পরে উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান রিহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শেখ কামালের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন, উপজেলা আ’লীগ সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক তাহমিনা বেগম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম ও মহিলা লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা,আওয়ামী লীগ ও সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।