
গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রমজীবি কিশোর বাদল মিয়ার (১৬) রহস্যজনক মৃত্যু ঘটেছে। এ নিয়ে মৃতের পরিবারসহ এলাকাবাসির মাঝে নানা সন্দেহ দানা বেধে উঠেছে। কর্মক্ষম ছেলেকে হারিয়ে বাবা-মাসহ পরিবার পাগলপ্রায় হয়ে পড়েছে।
জানা যায়, পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর গ্রামের দরিদ্র মোহাম্মাদ মিয়া ও বেলী বেগমের সন্তান বাদল স্থানীয় একটি চিড়ার মিলে কাজ করতো। বাদলের উপার্জিত অর্থ দিয়েই কোনো রকমে পরিবারের ভরণপোষণ চলে যেত। অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার (৩ আগস্ট) মিলে কাজ শেষ করে বিকেলে বাড়ীর দিকে রওনা হয় বাদল। এসময় গিরীধারীপুর গ্রামের চকপাড়ার চাতাল ও তুলা মিল মালিক আবু মিয়ার ছেলে সাহাদুল ইসলাম সখ্যতাবশত: বাদলকে ঠান্ডা জাতীয় কোমল পানি খাওয়ায়। এরপর বাড়িতে এসে বাদল অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য রাতেই পরিবার বাদলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাদল মৃত্যুর কোলে ঢলে পড়ে। থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন জানান. এঘটনায় পরিবারের পক্ষ হতে থানায় এখনো কেউ অভিযোগ দাখিল করেননি। শুক্রবার (৪ আগস্ট) সকালে বাদলের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলেই জানা যাবে বাদল মৃত্যুর মূল রহস্য।