‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ টাউন হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান রিহান-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন, পলাশবাড়ী প্রেস কাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ও রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। উপজেলার মৎস্যচাষী এসময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দেশী প্রজাতির মাছ রক্ষার্থে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও (২৪ হতে ৩০ জুলাই) পর্যন্ত সপ্তাহব্যাপী জতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রচার-প্রচারনাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার।