
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ কার্যলায় পরিদর্শন করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান রিহান।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার মনোহরপুর ইউপি কার্যালয় ও ডিজিটাল সেন্টার উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান রিদর্শনে এলে প্রথমে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব প্রধান রিপন, ইউপি সচিব মো. রায়হান ফিরোজ ও হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর মোছা. মাহমুদা আক্তার ছাড়াও সকল ইউপি সদস্য, উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।