
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ হিসেবে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে একজন মানবিক পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বদলী জনিত কারণে তিনি এখন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করবেন। পলাশবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ১৯ জুলাই বুধবার বিকাল ৪ ঘটিকায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পলাশবাড়ী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদাউছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ-সভাপতি মশফিকুর রহমান মিল্টন, নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সরকার, নুর মোহাব্বত সরকার, কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিদুষ রায়, আইন বিষয়ক সম্পাদক আবেদুর রহমান সবুজ,কার্যকরী সদস্য ফজলুল হক দুদু ,সাবেক সভাপতি শাহ আলম সরকার,এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ প্রেসক্লাব সহ-সভাপতি ছাইদুর রহমান মাষ্টার সহ সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর, দপ্তর সম্পাদক মিলন মন্ডল,ক্রীড়া সম্পাদক মতিয়ার রহমান লাভলু, কার্যকরী সদস্য ফজলার রহমান, ছাদেকুল ইসলাম রুবেল,আল মাহমুদুজ্জামান,শাহ আলম সরকার, মাসুদ রানা,ছাড়াও শিক্ষা নবীশ সাংবাদিক মতিন মোহাম্মদ, ওমর ফারুক, জেনারুল ইসলাম ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা ২ বছর সততা নিষ্ঠার সাথে কাজ করায় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ তার ভুয়শী প্রশংসা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন।