গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় বাস্তবায়নাধীন গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের আওতায় পৃথক দু’টি ট্রেডের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গরু মোটাতাজাকরণ ছাড়াও বিভিন্ন প্রকল্পের বিপরীতে মাছ চাষ ও হ্যাচারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিণ কর্মশালার বিপরীতে ১২ দিনব্যাপী ৪০ জন এ প্রশিক্ষণ গ্রহন করেন।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন েেবার্ডের (বিআরডিবি) আয়োজনে নিজস্ব হলরুমে এ সমাপনী অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিআরডিবি’র জুনিয়র অফিসার ফিরোজ কবীর।