
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা রোববার কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পলাশবাড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশল ছাবিউল ইসলাম, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস প্রমুখ।
সভায় জানানো হয়, বন্যা পরিস্থিতি মোকাবেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমন চাষে অতিরিক্ত বীজতলা তৈরীর বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রন বাঁধ মেরামতের বিশেষ উদ্যোগ নিয়েছে। এছাড়া এলজিইডি, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষাসহ বিভিন্ন বিভাগের কর্মকা- সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং তাদের সমস্যা সমাধানে গুরুত্ব দেয়া হয়।