
গাইবান্ধার পলাশবাড়ী পৌর কৃষকলীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে পৌরশহরের বাড়াইপাড়াা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। এসময় উপজেলা কৃষকলীগ সভাপতি মহব্বত জান চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম লালু, জাতীয় শ্রমিক লীগ সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান প্রান্ত, পলাশবাড়ী পৌর কৃষকলীগ সভাপতি মাহফুজুর রহমান হিরু, কৃষকলীগ নেতা এনামুল হকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।