স্টাফ রিপোর্টার:
দরিদ্র অসহায় মেধাবী ছাত্র অটোবাইক চালক তোফাজ্জল এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৬১.৭৫ নম্বর পেয়ে মেধা তালিকায় স্থান পেয়েছে। শুধু তাই নয়, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পেয়েছে। তার পুরো নাম-মো: তোফাজ্জল হোসেন, পিতা মো: মমতাজ উদ্দিন। বাড়ি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কিশামত বালুয়া গ্রামে।
তোফাজ্জল হোসেন কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় ৪.৫০, চাপাদহ বি.এল উচ্চ বিদ্যালয় থেকে জেএসসিতে ৪.০৫ এবং একই বিদ্যালয় থেকে এসএসসিতে (মানবিক) বিভাগে ৪.৩৯ পেয়ে উত্তীর্ণ হয়। গাইবান্ধা আদর্শ কলেজ থেকে এইচএসসি পরীড়্গায় অংশ নিয়ে ৫.০০ জিপিএ-৫ অর্জন করে। এরপর ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় অংশ নিলে সবগুলোতেই সে ভর্তির সুযোগ পায়। তার পিতা মমতাজ উদ্দিন জানান আমি নিজেই লেখাপড়া জানি না। আমার ইচ্ছা ছেলে লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হবে।আমার ছেলে ছোট বেলা থেকেই পড়াশোনার প্রতি খুব আগ্রহ।
আমি অটোবাইক চালিয়ে সংসার চালাই। ছেলের ঠিকমত পড়াশোনার খরচ না দিতে পারায় মাঝে মাঝে আমার ছেলেও অটোবাইক চালিয়ে বই-পুস্তক, খাতা-কলম কিনেছে। সে সবসময় বই-পুস্তক নিয়েই ব্যস্ত থাকে। সে লেখাপড়া ছাড়া অন্য কোন জায়গায় সময় দেয় না।
এব্যাপারে তোফাজ্জল হোসেন জানায়, আমি একজন অসহায় দরিদ্র পরিবারের সন্তান। আমার বাবা খুবই গরীব। আমাকে কেউ আর্থিক সাহায্য সহযোগিতা করলে আমি ভালোভাবে লেখাপড়া শেষ করে মানুষের মত মানুষ হতে চাই। সেজন্য আমাকে ০১৮২১-৪৪৫৮৬০ এই নম্বরে যে কেউ আর্থিক সহযোগিতা করতে পারেন এবং সকলেই আমার জন্য দোয়া করবেন।