
গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠেরবাজার রূপ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার জানিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মেদেহী হাসান নয়ন (৪৫) ও তার ছেলে নাহিদ মিয়া (৮)। নয়ন স্থানীয় চক ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।প্রত্যক্ষদর্শীরা হাসান নামের এক যুবক জানান, নয়ন মাঠেরবাজার রূপ ফিলিং স্টেশন থেকে পেট্রোল নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় গাইবান্ধা থেকে ঢাকাগামী ইউনিটি পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন নিহত হন। গুরুতর আহত অবস্থায় ছেলে নাহিদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে নাহিদের মৃত্যু হয়।