গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি’র ১৫ বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনাতয়নে অনুষ্ঠিত ১৫ বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্ল্যাহ আল ফারুক ও সদর থানা অফিসার ইনচার্জ কেএম মেহেদী হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনটিভি’র গাইবান্ধা জেলা প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব সভাপতি কৃষ্ণ কুমার চাকী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক রবিউল কবির মনু, বাংলা ভিশন জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিক বাবু, চ্যানেল আই জেলা প্রতিনিধি ফারুক হোসেন, সময় টিভি’র জেলা প্রতিনিধি হেদায়েতুর রহমান বাবু প্রমুখ। এনটিভি’র বর্ষপূতি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য রালী গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাবলিক লাইব্রেরী মিলনাতয়নে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।