গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে ২০২৩-২০২৪ অর্থবছরে ৫৩ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করেন পৌরসভার মেয়র ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সদস্য মুকিতুর রহমান রাফি।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে গোবিন্দগঞ্জ পৌরসভা কার্যালয়ের হলরুমে এ উম্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন, নবাগত থানা অফিসার ইনচার্জ সামছুল আলম শাহ্, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মেহেদুল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বসির আহম্মেদ, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি এমএ মতিন মোল্লা ও শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের অধ্যাপক আব্দুল আজিজ প্রমূখ। বাজেট আলোচনা সভা পরিচালনা করেন ১নং প্যানেল মেয়র শাহিন আকন্দ। এতে পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।