
গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ ২০২২-২৩ মৌসুমে বিভিন্ন ফসলের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে রোববার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্বে বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. হারুনুর রশিদ ও মোছা. আশিকা জাহান তৈশী ছাড়াও উপ-সহকারি কৃষি কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২২-২৩ অর্থবছরে (খরিপ-২) ২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় বিভিন্ন ফসলের জন্য ৮শ’ ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি বীজ, ডিএপি ১০ কেজি এবং এমওপি ১০ কেজি সার বিতরণ করা হয়।