
গাইবান্ধার পলাশবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ-উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ-উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আনিছুর রহমান, ডেন্টাল সার্জন ডাঃ মাহাবুব আলম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহাদ আল রাজিবসহ অন্যান্য ডাক্তার ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন।
উল্লেখ্য; এ উপজেলার ২১৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৯শ’ ৭৫জন এবং ১২ থেকে ৪৯ মাস বয়সী ৩৬ হাজার ৩শ’ ১৩জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে হবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়।