
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
ফোকাস বাংলা ফটো সাংবাদিক ও
গাইবান্ধা প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক কুদ্দুস আলম বাংলাদেশ
প্রেস ফটো ২০২৩ কন্টেস্টে বিশেষ সম্মাননা পুরস্কার পাওয়ায় গতকাল
বুধবার সংবর্ধনা প্রদান করা হয়। গাইবান্ধার জুম বাংলাদেশ এর নিউ
মার্কেটস্থ কার্যালয় চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক হারুন অর রশিদ
বাদল, নির্বাহী সম্পাদক ও সু-প্যালেসের স্বত্ত্বাধিকারী সোহাগ মৃধা, জুম
বাংলাদেশের সমন্বয়ক মো. মেহেদেী হাসান, এনটি স্মরণ, জুম বাংলাদেশ
স্কুলের শিক্ষক শারমিন খাতুন, নোশিন তারান্নুম, সজিব হোসেন,
সৃজনশীল গাইবান্ধার সদস্য নিশাদ বাবু প্রমুখ।
উল্লেখ্য, দৃক পিকচার লাইব্রেরি আয়োজিত গত ৯ জুন শুক্রবার ঢাকার
পান্থপথে দৃকপাঠ ভবনে বাংলাদেশ প্রেসফটো ২০২৩ পুরস্কার প্রদান ও
প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে দ্বিতীয় বার্ষিক বাংলাদেশ
প্রেসফটো প্রতিযোগিতায় কুদ্দুস আলমের নির্বাচিত
আলোচিত্রসমূহ বশিষে সম্মাননা পুরষ্কার পেয়েছে। এছাড়া গত বছরও
বাংলাদেশ প্রেসফটো কনটেস্টে অংশ নিয়ে পুরস্কৃত হয়েছিলেন
আলোকচিত্রী কুদ্দুস আলম।