গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ি ও রংপুরের পীরগঞ্জ উপজেলা সীমান্ত থেকে ৪শ’ পিস ইয়াবাসহ সুলতান আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। গাইবান্ধা র্যাব সুত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে পলাশবাড়ির সীমান্তবর্তী গাঢ়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ি গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ১০০ সিসি মটর সাইকেলও উদ্ধার করা হয়। গ্রেফতার সুলতান আলী পীরগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।